প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৭, ২০২৪ সময়ঃ ৫:৪৭ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আবারো এল এস্কোয়্যার লিমিটেড নামে একটি পোষাক কারখানায় কাজে যোগদান করার পর দ্বিতীয়দিনেও গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) প্রায় ১৫-২০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে অসুস্থদের উদ্ধার করে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই কারখানয় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন।
হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এল এস্কোয়্যার লিমিটেড নামে পোষাক কারখানায় তিনটি সেকশনে তিন সহ¯্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। প্রতদিনকার মতো গত বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষন পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মাঝে শ^াসকষ্ট, ভমি ও খিচুনীসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খোঁজ পেয়ে কারখানার পুরুষ শ্রমিকরা প্রথমে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার ও ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ওই সকল রোগী পর্যাক্রমে সুস্থ হয়ে যার যার বাড়ি চলে যান।
কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ জানান, গত বৃহস্পতিবার রোগী অসুস্থ হওয়ার কারণে কারখানাটি ওইদিনের জন্য বন্ধ রাখা হয়েছিলো। শনিবার আবারো কাজে যোগদান করলে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
ভালুকা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন জানান, ওই কারখানায় আবারো কিছু নারী শ্রমিক অসুস্থ্যতার কথা তিনি শুনেছেন। এই ব্যাপারে জেলা সিভিল সার্জন অফিস থেকে ডাক্তার অভিষেক নামে একজন বিশেষজ্ঞকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com