প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৫, ২০২৪ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী ব্যাংক
বাংলাদেশ পিএলসি এর শাখা স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও এর ব্যবসায়ী ও সুধী সমাজ আয়োজনে পৌরশহরের বারী প্লাজা দোতলায় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেলের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইভিপি এন্ড হেড অফ জোন আব্দুল কাদির সরদার।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী ব্রাঞ্চের এভিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ কামাল হোসেন, কটিয়াদী ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার মোঃ তাজুল ইসলাম, ময়মনসিংহ জোনের সিনিয়র অফিসার মোঃ মেহেদী হাসান, গফরগাঁও পৌর বিএনপির আহবায়ক মোঃ ফজলুল হক, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন।
দারুল হিকমাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল, গফরগাঁও উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা সুরক্ষা কমিটির সভাপতি তানভীর আহমেদ খলিল, গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার হাসান রনি, খোদাবক্সপুর সিনিয়র ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, গয়েশপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান ফরিদী, চাইরবারিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, বিরই ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোসলেহ উদ্দিন, জিরাতিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com