প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১, ২০২৪ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বনবিভাগ কর্তৃক হয়রানী ও মিথ্যে মামলার প্রত্যাহারসহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন মৌজার কয়েক’শ গ্রামবাসি। গতকাল রোববার (১ সেপ্টেম্বের) সকালে ভালুকা উপজেলা চত্বরে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে  উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মাববন্ধনকারীরা জানান, ডির্মাকেশন করে জনগণের সম্পত্তি জনগণকে এবং বনের জমি বনকে বুঝিয়ে দেয়া, বিআরএস পর্চা প্রাপ্ত জমির মালিকদের নিকট থেকে খাজনা নিতে হবে। তাছাড়া, বসতভিটায় ঘর তুলতে গেলে বনবিভাগের লোকজন কর্তৃক টাকা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করতে হবে। মানববন্ধনে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা ছারুয়ার জাহান এমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com