প্রকাশিত হয়েছেঃ জুলাই ৭, ২০২৪ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকল হয়। ফলে দূরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
গতকাল রোববার (৭ জুলাই ) সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁওয়ে বাগুয়া এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে ।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল হারুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে প্রায় ২ কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তিস্তা এক্সপ্রেস ট্রেন পুশব্যক করে  স্টেশনে নিয়ে আসে এবং গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা- ময়মনসিংহ অন্যান্য ট্রেন চলাচল সচল করা হয়। ফলে ট্রেন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে প্রায় ২ ঘন্টার পর বেলা ১২ টায় দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে রওনা দেয়।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com