প্রকাশিত হয়েছেঃ জুলাই ৬, ২০২৪ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা বিষয়ে গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে আলোচনা সভা করে পুলিশ।
গত ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে পাগলা থানা ও পাইথল ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাসরুমে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার।
তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই  আমরা অবশ্যই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংকে ঘৃণার চোখে দেখব । এছাড়াও নারী নির্যাতন, আত্মহত্যার প্রবণতা, সম্পর্ক করে পালিয়ে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সাবধানতাসহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনামূলক আলোচনা করেন ওসি মোহাম্মদ খায়রুল বাশার।
গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সভাপতিত্বে সচেতনতা মূলক সভায় বিট অফিসার, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
********

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com