প্রকাশিত হয়েছেঃ জুলাই ২, ২০২৪ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারসহ অনিয়মের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রত্না গৌলমেটি নামক চৌমোহনা হইতে রাজা রামের ঘর পর্যন্ত রাস্তায় সরকারী ইট সলিং কাজে অনিয়ম ভাবে কাজ করের সাব-ঠিকাদার ময়নুল হক। কাবিখা প্রকল্পের ৩শ মিটার রাস্তায় ইট সলিং এর কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ জুন এবং কাজ শেষ হয়েছে ৩০ জুন-২০২৪। রাস্তার কাজে অনিয়মের ফলে প্রতিবাদ  করেন রত্না চা বাগানের আব্দুর রহিমের ছেলে রুবেল আহমদ (৩২), এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার মুজাম্মেল হকের ছেলে ময়নুল হক (৩৮) বলেন, উপরের কর্মকর্তাদেরকে মেনেজ করেই কাজ নিয়ে আসছি, তুমি পারলে কাজ টেকাও। এছাড়াও মুঠোফোনে রুবেল আহমদকে হুমকি দেয়া হয়, যার মুঠোফোন নং- ০১৭১২-৫৩৪৬২২। রুবেল মিয়া বলেন, আমাকে হুমকি দেয়ার পর আমি বাগান সভাপতি সুমন গোষকে বিষয়টি অবহিত করি। সোমবার (১ জুলাই) দুপুরে রুবেল আহমদ রত্না বাজারে আসামাত্র  সেখানে ও্যঁৎপেতে থাকা ময়নুল গং রুবেলের উপর অতর্কিত ভাবে হামলা করেন। হামলাকারিরা হলেন মুজাম্মেল হকের ছেলে ময়নুল হক, ললই গোষের ছেলে লিটন চন্দ্র গোষ, আব্দুল মজিদের ছেলে আমিন ডাইভার, সর্বথানা জুড়ী। ময়নুল গং রুবেলের সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। ওই বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন কাজে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানায় এসআই সিরাজুল ইসলাম জানান থানায় অভিযোগ করা হয়েছে বিষয়টির তদন্ত চলমান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com