প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৩ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা খেলো এক চোর। পরে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেয়।
আটক নাইম (২২) নেত্রকোনা জেলায় কেন্দুয়া উপজেলার কটুয়া পাড়া গ্রামের লিটন মিয়ায় ছেলে
গত বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের বড়বড়াই এলাকায়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কাওরাইদ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নুরুল ইসলাম জানান, বড়বড়াই গ্রামের সিংবাড়ি কালাম এর দোকানের পাশে পল্লী বিদ্যুৎ এর পিলারে স্থাপিত একটি পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ২৫‌ কেভি ট্রান্সফরমারটি পিলার ও তার হতে বিচ্ছিন্ন করে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা শব্দ শুনে এসে চোরকে হাতেনাতে আটক করলেও কয়েকজন পালিয়ে যায়।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এলাকার লোকজন দেখতে পেয়ে চোরকে ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরকে আটক এবং তার সাথে থাকায় ট্রান্সফরমার চুরির করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com